স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের হোটেল হলিডে থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কর্মকর্তা তৌহিদুল ইসলাম নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত তৌহিদুল ইসলাম (৩২) চট্টগ্রাম জেলার পটিয়ার মোঃ সিরাজুল ইসলামের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর স্বাস্থ্য বিভাগে কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তৌহিদুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, তিনি হয়ত স্ট্রোক করে মারা গেছেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কক্সবাজারে এনজিও কর্মকর্তার মৃত্যু
প্রকাশিত: ০৪:৪৯, ২৮ জুলাই ২০১৮
আরো পড়ুন
শীর্ষ সংবাদ: