ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পরিবেশ পদক পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

প্রকাশিত: ০৬:২১, ২৪ জুলাই ২০১৮

জাতীয় পরিবেশ পদক পেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় পরিবেশ পদক-২০১৮ পেল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চলতি বছর ‘পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ’ ক্যাটাগরিতে এই পদক পেল ওয়ালটন। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এসএম শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, আশরাফুল আম্বিয়া ও অপারেটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ সনিসহ উর্ধতন কর্মকর্তারা। এ বছর তিন ক্যাটাগরিতে মোট চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে জাতীয় পরিবেশ পদক। ‘পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ’ ক্যাটাগরিতে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছে কুষ্টিয়া পৌরসভা। বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে শত প্রজাতির ঔষধি গাছ অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি নির্ভর মসলা দেশে চাষ করার স্বপ্ন নয়, বাস্তবে উৎপাদনে যেতে নিরলস চেষ্টা চালাচ্ছেন অনেক উদ্যোক্তা। ব্যয় বহুল হওয়ায় সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। জাতীয় বৃক্ষমেলায় অংশ নিয়ে এমন কথাই জানান সংশ্লিষ্টরা। মাসব্যাপী বৃক্ষমেলায় পাওয়া যাচ্ছে শত প্রজাতির ঔষধি গাছ। কালো এলাচি দেখতে অন্য সাধারণ গাছের মতো হলেও রয়েছে অসাধারণ কিছু গুণ। দেশের মাটিতে মসলা উৎপাদন স্বপ্নের মতো মনে হলেও, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন স্বপ্নজয় নার্সারির চাষীরা। তবে দেশব্যাপী এর ব্যাবহার ছড়িয়ে দিতে, চান সরকারের সহায়তা।
×