ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ জুলাই ২০১৮

 অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এপোলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-(ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের (৯৭) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত নন। রবিবার সন্ধ্যায় এমন তথ্য জানিয়েছেন ন্যাপের যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন। মহান মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা, বাম প্রগতিশীল আন্দোলনের পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদ গত শুক্রবার জ্বর ও প্রচন্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে এপোলো হাসপাতালের কেবিনে এবং পরবর্তীতে আইসিইউতে ভর্তি হন। তিনি বর্তমানে মেডিসিনের অধ্যাপক ডাঃ বোরহান উদ্দিনের তত্ত্বাবধানে রয়েছেন। ইসমাইল হোসেন জনকণ্ঠকে জানান, অধ্যাপক মোজাফফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন।
×