ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আটটি দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জুলাই ২০১৮

আটটি দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন

বিডিনিউজ ॥ একাদশ সংসদ নির্বাচনের আগে আটটি বাম দল মিলে নতুন একটি জোট গঠন করেছে- সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন এই জোটে রয়েছে। বুধবার ঢাকার পুরানা পল্টনের মুক্তি ভবনে (সিপিবি ভবনে) এক সংবাদ সম্মেলনে নতুন ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠনের ঘোষণা দেয়া হয়। জোটের সমন্বয়কের দায়িত্ব পাওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন এই জোটে রয়েছে। সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, তাদের এই জোট ‘ইলেকশন এ্যালায়েন্স’ না হলেও ভোটের সংখ্যা ‘রূপান্তরিত করার’ চেষ্টায় থাকবে। এটাকে (জোট) ভোটের সংখ্যায় রূপান্তরিত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। কিন্তু জোট ভোটসর্বস্ব জোট না, এটা ইলেকশন এ্যালায়েন্স না। ইলেকশনটা আমাদের সামগ্রিক আন্দোলনের একটা অংশ। আন্দোলনের স্বার্থে ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি, বয়কটও করতে পারি, বলেন দশম সংসদ নির্বাচন বর্জনকারী সিপিবির সভাপতি। দুই যুগ আগে বাংলাদেশের বাম দলগুলো পশ্চিমবাংলার আদলে যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছিল, তা অকার্যকর হয়ে পড়ার মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে গিয়ে ভেড়ে। নতুন জোটে দলগুলোকে আহ্বান করা হবে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান সেলিম। তিনি বলেন, প্রকৃত বামপন্থীরা রাজপথে নামলে পড়ে আমাদের সঙ্গে মিলিতভাবে আমাদের এই জোটকে আরও সম্প্রসারণ করব। কিন্তু যারা শাসন শ্রেণীর সঙ্গে, এই ফ্যাসিস্ট দুঃশাসনের সঙ্গে হাত মিলিয়েছে তারা আমাদের এই চিন্তা বা আহ্বানের আওতাভুক্ত নয়। আমাদের লড়াই তাদের বিরুদ্ধেও। রাশেদ খান মেনন নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টি থেকে বেরিয়ে আলাদা দল গঠনকারী সাইফুল হক নতুন জোটের সমন্বয়ক হিসেবে তিনটি কর্মসূচীর ঘোষণা দেন। এগুলো হলো- ‘দুঃশাসন, জুলুম, দুর্নীতি-লুটপাটতন্ত্র ও পরিবারতন্ত্র’ প্রতিরোধে ২৪ জুলাই ঢাকাসহ সারাদেশে সমাবেশ। ‘ভোটাধিকার নিশ্চিত’ করার দাবিতে ৪ আগস্ট মতবিনিময় সভা। ছয়টি বিভাগীয় শহরে সভা, সমাবেশ, মিছিল ১০ ও ১১ আগস্ট। সংবাদ সম্মেলনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক উপস্থিত ছিলেন।
×