ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে দুটি পাওয়ার লুম কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:০৭, ১৮ জুলাই ২০১৮

আড়াইহাজারে দুটি পাওয়ার লুম কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি পূর্বপাড়া এলাকায় দুটি পাওয়ার লুম কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ের খবর পেয়ে নরসিংদীর মাধবদী ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মালিক পক্ষের দাবি আগুনে দুটি টিনশেড ভবনের পাওয়ার লুম কারখানার ৪৮টি মেশিন, বিপুল পরিমাণ সুতা ও গ্রে কাপড় পুড়ে গেছে। এতে তাদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গোপালদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ হাসান জানান, প্রথমে একটি পাওয়ার লুম কারখানায় অগ্নিকা- শুরু হয়। পরে আগুন পুরো কারখানার চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী আরেকটি পাওয়ার লুম কারখানায়ও ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে মাধবদী ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতিগ্রস্ত পাওয়ার লুম কারখানার মালিক সাইদুল ও আরিফ। তিনি আরও জানান, মালিক পক্ষ আগুনে ৪৮টি মেশিন ও তৈরি কাপড় পুড়ে গেছে বলে দাবি করছে। এছাড়াও তারা এক কোটি ক্ষতি দাবি করেছে। আড়াইহাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রঞ্জিত সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।
×