ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীতে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত: ১৯:৩১, ৩০ জুন ২০১৮

নরসিংদীতে বন্দুকযুদ্ধে নিহত ১

অনলাইন ডেস্ক ॥ নরসিংদীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি ইদ্রিস মিয়া নিহত হয়েছে। আজ শনিবার ভোর রাতে সদর উপজেলার মধ্য শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে নিহত ইদ্রিস (২৮) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরির রাংগালিবসের আব্দুর রশিদের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, রাতে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ইদ্রিসকে আটক করে। আটকের পর সে গোয়েন্দা পুলিশের কাছে ৯টি হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে রাত ২টার দিকে এই চক্রের আরো সদস্যকে আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় সময় সদর উপজেলার মধ্য শিলমান্দী আব্দুল্লাহ ডাইং এর পাশে পৌঁছলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোয়েন্দা পুলিশও তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে ইদ্রিস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের পাল্টা আক্রমনে টিকতে না পেড়ে ইদ্দিসের সহযোগরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গাফফার বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ৩টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×