ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুড়িলে ছোরা মেরে পিকআপ চালক খুন

প্রকাশিত: ০৫:১৪, ২৯ জুন ২০১৮

কুড়িলে ছোরা মেরে পিকআপ চালক খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কুড়িলে এক পিকআপ চালককে হত্যা করা হয়েছে। মালিবাগে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কামরুল ইসলাম (২৬) নামের এক পিকআপভ্যান চালক খুন হয়েছে। নিহতের বাবার নাম আব্দুর রহমান। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। তিনি পুরানো ঢাকার লালবাগ এলাকার রহমতগঞ্জে বসবাস করতেন। নিহতের সহযোগী রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে ঢাকা থেকে মালবোঝাই করে তারা ময়মনসিংহ যায়। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। রাস্তায় শরীর দুর্বল লাগায় তারা কুড়িল বিশ্বরোডের খিলক্ষেত রাস্তার পাশে পিকআপ ভ্যান রেখে ঘুমিয়ে পড়ে। এ সময় হঠাৎ ৩-৪ জন ছিনতাইকারী পিকআপ ভ্যানের কাছে এসে চালক কামরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোরেরদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। বিকেলে ঢামেক মর্গে কামরুলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। নিহতের শরীরে বেশ কয়েকটি ধারালো ছুরির আঘাত রয়েছে বলে এসআই বাচ্চু মিয়া জানান। ব্যবসায়ীর মৃত্যু ॥ রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে ফরিদ মিয়া (৬০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পুরানো ঢাকার চকবাজারের হোসেনি দালান এলাকায় পরিবারের সঙ্গে থেকে ভাঙারি ব্যবসা করতেন। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ফরিদভাঙ্গারী মালামাল ক্রয় করার জন্য মালিবাগে আসেন। এ সময় রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই আনিসুর রহমান জানান।
×