ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে

প্রকাশিত: ১৯:৩১, ২৮ জুন ২০১৮

আদালতে হাজির করা হয়নি খালেদা জিয়াকে

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থজনিত কারণে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি। বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার কাস্টোডি ওয়ারেন্ট পাঠিয়েছেন কারা কর্তৃপক্ষ। আদালতের পেশকার মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,‘খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। কাস্টোডি ওয়ারেন্ট বলা হয়েছে (নট ফিট ফর টু ডে)। এদিন চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক দিন ঠিক করা আছে। ঢাকার বিশেষ জজ-৫ ড. মো. আখতারুজ্জামানেরআদালতে মামলাটি বিচারকাজ চলছে। ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।
×