ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৪:২৬, ২৭ জুন ২০১৮

চাঁদপুরে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৬ জুন ॥ হাইমচর উপজেলায় সোহেল খান নামে এক যুবককে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন এ রায় দেন। হত্যার শিকার সোহেল খান হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাজাপ্তী এলাকার আলম খানের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক ছিলেন। মৃত্যুদ-প্রাপ্তরা হলেন- একই এলাকার আক্তার হোসেন, খলিলুর রহমান, রাসেল এলাহী ওরফে আব্দুর রহমান। উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিল মাসে নিহত সোহেল খানের সঙ্গে আসামিদের সিএনজি চালিত অটোরিক্সা ক্রয় বাবদ ১ লাখ ৫০ হাজার টাকা লেনদেন হয়। টাকা নিয়ে অটোরিক্সা দিতে সময়ক্ষেপণ করাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। একই মাসের ১৬ তারিখ কোন এক সময় উল্লেখিত আসামিরা সোহেল খানকে হত্যা করে বাজাপ্তি চরে ফেলে যায়। এরপর ১৭ এপ্রিল স্থানীয় লোকজন চরে সোহেল খানের মরদেহ দেখে পুলিশকে জানায়। ওইদিন বেলা ১২টায় হাইমচর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোহেলের পিতা আলম খান থানায় গিয়ে সোহেলের মরদেহ শনাক্ত করেন এবং উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ২৪ এপ্রিল সন্দেহ ভাজন আসামি করে মামলা দায়ের করেন। বিজয়নগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ বিজয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। এরা হলোÑ শারমিন (৯) ও জান্নাত (৮)। মঙ্গলবার বিকেলে উপজেলার নূরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নূরপুর গ্রামের একটি পুকুরের পাশে খেলা করতে গিয়ে মিজান মিয়ার মেয়ে জান্নাত ও মোতালেব মিয়ার মেয়ে শারমিন পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে আখাউড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশু ২টি মারা যায়।
×