ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানবিচারপতির বাবার মৃত্যু

প্রকাশিত: ০২:১৬, ২৬ জুন ২০১৮

প্রধানবিচারপতির বাবার মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বাবা আইনজীবী সৈয়দ মোস্তফা আলী আর নেই। মঙ্গলবার পৌনে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন সুপ্রীমকোর্টের কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। কুমিল্লা বারের আইনজীবী সৈয়দ মোস্তফা আলী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। সাইফুর রহমান জানান, সৈয়দ মোস্তফা আলীর ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এশার নামাজের পর ঢাকার কাকরাইলে সার্কিট হাউজের টিপটপ মসজিদে মোস্তফা আলীর জানাজা অনুষ্ঠিত হবে। পরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দেবন্দর গ্রামে তাকে দাফন করা হবে।গত ৩ ফেব্রƒযারি প্রধান বিচারপতি হিসেবে ছেলে সৈয়দ মাহমুদ হোসেনের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে হুইল চেয়ারে বসে যোগ নিয়েছিলেন মোস্তফা আলী।
×