ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ছাগল বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

প্রকাশিত: ০৪:০০, ২৫ জুন ২০১৮

 ছাগল বাঁচাতে গিয়ে  মোটরসাইকেল থেকে পড়ে  মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ খানসামা উপজেলার জমিদারনগর-পাঁচপীর সড়কে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে মর্জিনা বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক ছেলে শাহাদত হোসেন। নিহত মর্জিনা বেগম (৫৪) খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বেলপুকুর গুড়িয়াপাড়ার আফজার আলীর স্ত্রী। আহত ছেলে শাহাদত হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার খানসামার জমিদারনগর-পাঁচপীর সড়কের চকরামপুর স্কুল যাওয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয়রা জানায়, রবিবার সকালে খানসামায় উপজেলার জমিদারনগর-পাঁচপীর সড়কে মা মর্জিনা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে ছেলে শাহাদত হোসেন পাকেরহাট যাচ্ছিল। সড়কের চলন্ত রাস্তার ওপর একটি ছাগল চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের ঝাঁকুনিতে বৃদ্ধা মা সড়কের অদূরে ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় মর্জিনা বেগমকে প্রথমে খানসামার পাকেরহাট স্বাস্থ কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
×