ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ২ ঘণ্টা বিদ্যুত বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৭:০৫, ২৪ জুন ২০১৮

টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ২ ঘণ্টা বিদ্যুত বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ জুন ॥ তিন বছরে ১ কোটি ২৪ লাখ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রায় ২ ঘণ্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল জেলা বিদ্যুত বিভাগ। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে এই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত আবেদনের ভিত্তিতে পুনরায় এই বিদ্যুত সংযোগ দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়েছিল হাসপাতালের রোগী । টাঙ্গাইল জেলা বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী (১) ইঞ্জিনিয়ার শাহাদত আলী জানান, ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কাছে বিদ্যুত বিভাগের ১ কোটি ২৪ লাখ টাকা বিদ্যুত বিল বকেয়া রয়েছে। গত ৩ বছরে হাসপাতাল কর্তৃপক্ষ কোন বিদ্যুত বিল প্রদান করেনি। এই বিষয়ে জেলা বিদ্যুত বিভাগের পক্ষ থেকে ৪ বার চিঠি দেয়া হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। তাই শনিবার সকালে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন করায় হাসপাতাল কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল এসে ৩ দিনের মধ্যে বকেয়া বিদ্যুত বিল প্রদান করবে মর্মে লিখিত আবেদন দিয়েছে। পরে হাসপাতালে বিদ্যুত সংযোগ দেয়া হয়।
×