ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃণমূলে স্বাস্থ্যসেবা দিতে সরকার বদ্ধপরিকর ॥ মেনন

প্রকাশিত: ০৭:০৪, ২৪ জুন ২০১৮

তৃণমূলে  স্বাস্থ্যসেবা দিতে সরকার বদ্ধপরিকর ॥ মেনন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৩ জুন ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বদ্ধপরিকর। সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবাসহ উন্নয়ন কাজ করা সম্ভব নয়। তবে ব্যক্তিগতভাবে কেউ উদ্যোগ নিলে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে। শনিবার পাবনা সদরের মালঞ্চি ইউনিয়নের বাইপাস সড়কের পাশে হার্টের আধুুনিক স্বাস্থ্যসেবা দিতে সরকারী-বেসরকারী যৌথ অর্থায়নে প্রতিষ্ঠিত কমিউনিটি হেলথ এ্যান্ড হার্ট হাসপাতালের উদ্বোধনকালে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন। পাবনা কমিউনিটি হেলথ এ্যান্ড হার্ট হাসপাতালের উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, পাবনাসহ উত্তরবঙ্গের মানুষকে অতিরিক্ত অর্থ এবং সময় খরচ করে এখন আর ঢাকা যেতে হবে না। এই হাসপাতাল থেকে স্বল্প ব্যয়ে সকল শ্রেণী পেশার মানুষ হার্টের রোগের আধুনিক সেবা পাবেন। আজ এ হাসপাতালটি ২৫০ শয্যা দিয়ে যাত্রা শুরু করছে। এক সময় ১ হাজার শয্যায় উন্নীত হবে এ প্রতিষ্ঠানটি। তৃণমূলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বদ্ধপরিকর। সমাবেশে আরও বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, সিভিল সার্জন ডাঃ তাহাজ্জেল হোসেন, পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রেজাউল হক, হাসপাতালের পরিচালক ডাঃ তাহসিনা বেগম, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের কো-অর্ডিনেটর প্রফেসর মাহামুদুর রহমান, মালঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম প্রমুখ। সমাবেশে শেষে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি ফিতা কেটে এ হাসপাতালের উদ্বোধন করেন।
×