ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেতন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৬, ৩১ মে ২০১৮

বেতন দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তায়্যেবা ফ্যাশন নামক পোশাকশিল্পের শ্রমিকরা। এতে করে যানবাহন চলাচল ব্যাহত হলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রী সাধারণকে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, তায়্যেবা ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় শ্রমিকদের দুই মাসের বেতন ও ভাতা বকেয়া রয়েছে। পাওনা আদায়ের দাবিতে সকালে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এতে করে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। তবে মালিক পক্ষের সঙ্গে এ ব্যাপারে আলোচনার আশ্বাস দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। টঙ্গী প্রেসক্লাবে অনুদান নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৩০ মে ॥ টঙ্গী প্রেসক্লাবের নতুন পাকা ভবন নির্মাণের জন্য ১ লক্ষ টাকার অনুদান দিয়েছেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। বুধবার বিকেলে টঙ্গীর নোয়াগাঁও এমপির বাসভবনে আয়োজিত এক অনাড়ম্ভর অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন-টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ কাশেম রানা এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
×