
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ ডিবি পুলিশ সদর উপজেলার চকপাথুরিয়া সাহেবপাড়া থেকে ৩৫ গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা সিরাজুল ইসলাম (৪৮) কে গ্রেফতার করে। অপরদিকে শহরের বাইপাস ব্রিজ মোড় থেকে ২৮গ্রাম হেরোইনসহ মাদক বিক্রেতা শিপন হোসেন (৪০) কে গ্রেফতার করে। আজ বুধবার ভোর পর্যন্ত জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ সদর থানায় ৭২গ্রাম হেরোইন, ৯১পিস ইয়াবা, কেজি ৩৫০গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়া আত্রাই থানায় ৫ পিস ইয়াবা, রানীনগর থানায় ৫ গ্রাম হেরোইন, বদলগাছী থানায় কেজি ২শ’ গ্রাম গাঁজা, মহাদেবপুর থানায় ১১গ্রাম হেরোইন, ২শ’ গ্রাম গাঁজা ও ১৫ লিটার চোলাই মদ, মান্দা থানায় ৫শ’ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ, নিয়ামতপুর থানায় ১শ’ লিটার চোলাই মদ, পতœীতলা থানায় ৫ গ্রাম হেরোইন, ৪৫ পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজা, পোরশা থানায় ৫০ গ্রাম গাঁজা, সাপাহার থানায় ১শ’ লিটার চোলাই মদের উপকরন, ধামইরহাট থানায় ৫গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবা ও ৩৫০ গ্রাম গাঁজা এবং ডিবি পুলিশ ৮১গ্রাম হেরোইন ও ৮১পিস ইয়াবা উদ্ধার করেছে।
নওগাঁ জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্ত্ াসিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা হোসেন জানিয়েছেন গত ১৯ মে থেকে ২৯ মে পর্যন্ত ১০ দিনে মাদকবিরোধী অভিযানে নওগাঁ জেলায় মোট ২২৫টি মামলা দায়ের হয়েছে। এসব অভিযানে মোট ২৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুত্রমতে, পুলিশের মাদকবিরোধী এসব অভিযানে ২১ কেজি ৪৫৫ গ্রাম গাঁজা, ৫৫১ দশমিক ২৫ গ্রাম হেরোইন, ২০৯ পিস এ্যাম্পল, ১হাজার ৭৮৫ পিস ইয়াবা, ৩০৪ লিটার চোলাই মদ এবং ৩৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।