ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিভারপুলে ব্রাজিলের ফাবিয়ানো

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ মে ২০১৮

লিভারপুলে ব্রাজিলের ফাবিয়ানো

অনলাইন ডেস্ক ॥ লিভারপুলে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিয়ানো। ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ফ্রান্সের মোনাকো ছেড়ে ইংলিশ ক্লাবটিতে নাম লেখাচ্ছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। পারফরম্যান্সের ভিত্তিতে আরও ৫০ লাখ ইউরো বোনাস যোগ হতে পারে চুক্তির টাকার সাথে। লিভারপুলে চুক্তি শেষ হতে যাওয়া এমরে কানের ভালো বিকল্প হতে পারেন ফাবিয়ানো। সংবাদ মাধ্যমের জোর গুঞ্জন, ইউভেন্তুসে যোগ দিতে পারেন জার্মান এই মিডফিল্ডার। সদ্য সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা লিভারপুলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ফাবিয়ানো বলেন, “এটা এমন কিছু যা আমি সব সময় চাইতাম। লিভারপুল অনেক বড় দল। আমি সত্যি আবেগাপ্লুত।” ব্রাজিল জাতীয় দলের হয়ে ৪টি ম্যাচ খেলা ফাবিয়ানো ২০১৩ সালে ধারে মোনাকোতে আসেন। দুই বছর পর পাকাপাকিভাবে ফরাসি ক্লাবটিতে যোগ দেন। মোনাকোর হয়ে ২০১৬-১৭ মৌসুমে লিগ ওয়ান শিরোপা জেতার পাশাপাশি ২২৫ ম্যাচে ২৯টি গোল করেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জুলাইয়ের ১ তারিখে নতুন মৌসুমের দল-বদল শুরু হলে ফাবিয়ানোকে দলে টানার আনুষ্ঠানিকতা সারবে লিভারপুল।
×