ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাগরপাড়ের জনপদ কলাপাড়ায় মাদকের ভয়াল আগ্রাসন

প্রকাশিত: ২১:৪৬, ২৯ মে ২০১৮

সাগরপাড়ের জনপদ কলাপাড়ায় মাদকের ভয়াল আগ্রাসন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে একয়দিনে কলাপাড়ায় অন্তত ৩২ জন মাদক সেবন ও সরবরাহকারী গ্রেফতার হলেও ধরা পড়েনি কোন গডফাদার। ফলে পটুয়াখালীর সাগরপাড়ের জনপদ কলাপাড়ায় মাদকের ভয়াল আগ্রাসনে স্কুল-কলেজ শিক্ষার্থীর অভিভাবকরা শঙ্কিত রয়েছেন। ইয়াবা-গাঁজার র্স্ব্গরাজ্যে পরিণত হওয়া কলাপাড়ার শহর কিংবা গ্রাম এমন কোন জনপদ নেই যেখানে মাদকের ছোবল হানা দেয়নি। মাদকের অর্থ সংগ্রহে বাড়ছে ছিনতাইসহ চাঁদাবাজি। পুলিশ-র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাদক নিয়ন্ত্রণে কঠোর অভিযানে ইতোপুর্বেও ফি মাসে প্রায় অর্ধশত বিক্রেতাসহ সেবনকারী গ্রেফতার হয়। কিন্তু এর নিয়ন্ত্রক গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদকের ছোবল থামছে না। মাদকের ভয়াল গ্রাস রোধে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সকল ইউনিয়নের চেয়ারম্যানরা জোরালো বক্তব্য দিচ্ছেন। সড়কের পাশাপাশি বর্তমানে ইয়াবাসহ মাদকের নতুন রুট হচ্ছে সাগরপথ। আলীপুর-মহীপুরে মাছ ধরার ট্রলারে কক্সবাজারসহ বিভিন্ন এলাকার একটি সংঘবদ্ধচক্র স্থানীয় গডফাদারদের প্রত্যক্ষ শেল্টারে ইয়াবার ব্যবসা চলছে। মাদক নির্মূলে পেশাদার চোলাইমদ উৎপাদনকারী রাখাইনচক্রের মহিলাসহ চারজনকেও পুলিশ গ্রেফতার করে বিপুল পরিমান মদ জব্দ করে। পূর্ণ সফলতা না আসলেও এই অভিযানে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। পুলিশের এমন ধারাবাহিক অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ সেবনকারী গ্রেফতার হলেও বন্ধ হয় না মাদকের ব্যবসা। বর্তমানে ইয়াবা ব্যবসার দৌরাত্মে শহরসহ কলাপাড়ার গ্রামীণ জনপদেও সাধারণ মানুষ শঙ্কিত। কলাপাড়া সদর মহিপুর-আলীপুর, কুয়াকাটা, বালিয়াতলী, বানাতিপাড়া, ডালবুগঞ্জ, বাবলাতলা, চাপলী, লক্ষ্মীর বাজার, পাটুয়া, দেবপুর, পায়রা পোর্ট এলাকা, রজপাড়া, নাচনাপাড়া, চৈয়াপাড়া চৌরাস্তা, শেখ কামাল সেতুর সংযোগ সড়ক এলাকা, পাখিমারা বাজার, হাজীপুর স্ট্যান্ড, ছোট বালিয়াতলীসহ অসংখ্য স্পটে ইয়াবা-গাঁজাসহ মাদকের রমরমা বাণিজ্য চলছে। অনেক রাজনৈতিক ক্যাডার আবার এসব ব্যবসার গডফাদার বনে আছেন। রাতারাতি বিত্ত-বৈভবের মালিক হতে এ পথ বেছে নিয়েছেন তারা। তবে পুলিশ-র্যাবের খাতায় তাদের রয়েছে তালিকা। তবে নতুন নদীপথের এ রুট বন্ধে ব্যাপক অভিযান চালানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মানুষ। কলাপাড়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, মাদক নির্মুলে তাদের চলছে নিত্য অভিযান। যে কোন মূল্যে মাদক ব্যবসা নির্মূল করার দৃঢ়তা ব্যক্ত করলেন এ দুই পুলিশ কর্মকর্তা।
×