
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি লেগুনার ধাক্কায় সায়মন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৫টায়। নিহত সায়মন পটুয়াখালি জেলার রাঙ্গাবালী থানার তুলাতুলি মনিপাড়া এলাকার জহির মিস্ত্রীর ছেলে। সে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকার বসবাস করত। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিশর্দক (এসআই) জসিমউদ্দিন জানান, রবিবার ভোরে সায়মন নামে ওই যুবক সানারপাড় বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি লেগুনা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানন, চালক সুমনসহ ঘাতক লেগুনাটি আটক করা হয়েছে।