ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শূটিংয়ে ব্যস্ত শামিম জামান

প্রকাশিত: ০৭:৩৭, ২২ মে ২০১৮

শূটিংয়ে ব্যস্ত শামিম জামান

স্টাফ রিপোর্টার ॥ ঈদে সাতটি চ্যানেলের জন্য দশটি ধারাবাহিক এবং একক নাটক নির্মাণ করছেন অভিনেতা পরিচালক শামিম জামান। রোজা রেখেই চলছে নাটকের শূটিং। তিনি জানান, রোজায় শূটিং করে একটা শান্তি রয়েছে। রোজায় শূটিংয়ের সময় বাঁচে। সম্প্রতি উত্তরার একটি শূটিং হাউজে চলছে ঈদের নাটকের শূটিং। ক্যামেরাম্যান ও এ্যাসিসটেন্ড ডিরেক্টর শট রেডি করছেন। আর পরিচালক শামিম জামান মেকাপ রুমে সোফায় শুয়ে রয়েছে। রোজার শূটিং কেমন চলছে, জানতে শামিম জামান বলেন, রোজায় শূটিং করে একটা শান্তি রয়েছে। শিল্পীদের খাবারের কোনো ঝামেলা নেই। সব মিলেয়ে শূটিং করার জন্য অনেক সময় পাওয়া যায়। তবে মেজাজটা একটু খিটখিটে থাকে। এরই মধ্যে আমি দুজনকে ধমক দিয়েছি। তখন মনে হলো হয়তো একটু মাথা ধরেছে, একটু বিশ্রাম করি। তাই ক্যামেরাম্যান ও এ্যাসিসটেন্ডদের বলেছি লাইট রেডি করে আমাকে ডাকতে। স্পট ঘুরে দেখা গেল শূটিংয়ের জন্য তিনটি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। তবে সাধারণত শূটিংয়ে একটি ক্যামেরা ব্যবহার করা হয়। এর কারণ কী, জানতে চাইলে শামিম জামান বলেন, আমি সব সময়ই তিন ক্যামেরায় শূটিং করি। এতে অভিনয়টা ভালো হয়। যেমন একজন শিল্পী তার ডায়লগ বললো, প্রতি উত্তরে আরেকজন ডায়লগ দিলো। আমরা সব সময় কেটে কেটে শট নিই, তখন আর রিদমটা ঠিক থাকে না। তবে তিন ক্যামেরা একসঙ্গে শট নিলে সবার অভিনয়টা অনেক বেশি প্রাণবন্ত মনে হয়। অভিনয়টা ভাল লাগে দেখতে। কিছুটা সময়ও বেঁচে যায়। খরচ একটু বেশি হয়, তবে দর্শক দেখে মজা পাবে। আপনার মতো আরো অভিনেতা রয়েছেন, যারা অভিনয়ের পাশাপাশি পরিচালনা করছেন এবং পুরো নাটকের নিজেই অভিনয় করছেন। ঈদে কয়টি নাটক করছেন জানতে চাইলে তিনি বলেন, আমি মোট সাতটি টিভি চ্যানেলের জন্য মোট সাতটি নাটক নির্মাণ করছি। এর মধ্যে তিনটি সাত পর্বের ধারাবাহিক ও চারটি একক নাটক। রোজা জুড়েই চলবে নাটকগুলোর শূটিং। আশা করি, সবগুলো নাটকই দর্শক পছন্দ করবেন। তবে একটু খারাপও লাগছে কারণ, এ বছর বাড়িতে পরিবারের সঙ্গে ইফতার আর করা হবে না।
×