ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কর্নাটকে আস্থা ভোটের আগেই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ০৬:২১, ২০ মে ২০১৮

কর্নাটকে আস্থা ভোটের আগেই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের কর্নাটক রাজ্যে শনিবার আস্থা ভোটের আগেই ক্ষমতাসীন বিজেপির মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা পদত্যাগ করেন। দেশটির সুপ্রীমকোর্টের নির্দেশে শনিবার রাজ্যটিতে আস্থা ভোটের কথা ছিল। সকাল পর্যন্ত অবশ্য কিছুই আঁচ পাওয়া যায়নি। কংগ্রেস ও জেডি (এস) জোটের কাছে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পদত্যাগ করেন মাত্র আড়াই দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী এই নেতা। পদত্যাগের আগে এক আবেগঘন বক্তব্যে ৭৫ বছর বয়সী ইয়েদুরাপ্পা বলেন, নরেন্দ্র মোদির শাসনামলে কর্নাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা আমার কাছে স্বপ্নের মতো ছিল। কিন্তু তা হলো না। তিনি আরও বলেন, আস্থা ভোটে আমার আগ্রহ নেই। এরপর বিধানসভা ভবন থেকেই তিনি রাজভবনে, রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ করতে যান। এই সিদ্ধান্তের ফলে ভারতের ক্ষণস্থায়ী মুখ্যমন্ত্রীদের মধ্যে ইয়েদুরাপ্পা হলেন দ্বিতীয়। এত দিন এই ক্লাবের একমাত্র সদস্য ছিলেন জগদম্বিকা পাল। ১৯৯৮ সালে উত্তর প্রদেশের রাজ্যপাল রমেশ ভান্ডারি তাকে মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করালেও একদিন পর আদালত তা অবৈধ বলে খারিজ করে দেয়। কুড়ি বছর পর ওই ক্লাবে তারই পাশে এসে দাঁড়ালেন ইয়েদুরাপ্পা। দ্রুত পালাবদলের পর কর্নাটকের শাসন ক্ষমতা এখন বর্তাবে কংগ্রেস- জেডিএস জোটের ওপর। এই জোটের মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেস আগেই জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীকে মেনে নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের। চলতি মাসের ১৫ তারিখ ভোটের ফল বেরোনোর পর বিজেপিকে রুখতে কংগ্রেস- জেডিএস জোট বাঁধে। অন্যদিকে বিজেপি চেষ্টা চালিয়ে যায় এই দুই দল ভাঙ্গিয়ে প্রয়োজনীয় ৮ জনের সমর্থন আদায়ের। রাজ্যপাল বাজুভাই বালা সেই ছক অনুযায়ী ইয়েদুরাপ্পাকে সরকার গড়ার আহ্বানও জানান। গত বৃহস্পতিবার সকাল ৯টায় শপথ নিয়েছিলেন তিনি ইয়েদুরাপ্পা। শনিবারই দেন ইস্তফা। মাত্র আড়াই দিনেই কর্নাটকে সমাপ্তি ঘটে বিজেপি সরকারের।
×