ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিষেক টেস্টে রোমাঞ্চ জাগিয়ে হার আইরিশদের

প্রকাশিত: ০৬:৩৬, ১৬ মে ২০১৮

অভিষেক টেস্টে রোমাঞ্চ জাগিয়ে হার আইরিশদের

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্টে রোমাঞ্চ জাগিয়েও ৫ উইকেটে হারল আয়ারল্যান্ড। বৃষ্টিতে প্রথমদিনের পুরোটা ভেস্তে যাওয়া ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তানের ৩১০/৯ (ডিক্লে) রানের জবাবে মাত্র ১৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। এরপর ফলোঅনে পড়ে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১৫৭ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল উইলিয়াম পোর্টারফিলন্ডের দল। মনে হচ্ছিল, হারটা সময়ের ব্যাপার। তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন কেভিন ও’ব্রায়েন। সাদা পোশাকের ক্রিকেটে ১৪২ বছরের ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে নিজ দেশের অভিষেক টেস্টে তুলে নেন সেঞ্চুরি। মূলত কেভিনের ১১৮ ও স্টুয়ার্ট থম্পসনের ৫৩ রানের দারুণ দুটি ইনিংসে ভর করে অলআউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৩৩৯ রান করে জয়ের জন্য প্রতিপক্ষকে ১৬০ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আইরিশরা। রোমাঞ্চের এখানেই শেষ নয়। জবাব দিতে নেমে মঙ্গলবার শেষদিনে ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। কিন্তু জোড়া হাফ সেঞ্চুরিতে সফরকারীদের বিপদমুক্ত করেন ইমাম উল হক (৭৪*) ও বাবর আজম (৫৯)। ৪৫ ওভারে জয়ের বন্দরে যেতে এরপর আরও দুটি উইকেট হারায় সরফরাজ আহমেদের দল। ম্যাচে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করেন মোহাম্মদ আমির। স্কোর ॥ পাকিস্তান প্রথম ইনিংস ॥ ৩১০/৯ ডিক্লেঃ (১২৯.৩ ওভার; আসাদ শফিক ৬২, শাদাব খান ৫৫, ফাহিম আশরাফ ৮৩; মুরতাগ ৪/৪৫, র‌্যানকিন ২/৭৫, থম্পসন ৩/৬২) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৬০/৫ (৪৫ ওভার; ইমাম ৭৪*, বাবর ৫৯; মুরতাগ ২/৫৫)। আয়ারল্যান্ড প্রথম ইনিংস ॥ ১৩০/১০ (৪৭.২ ওভার; কেভিন ও’ব্রায়ান ৪০, উইলসন ৩৩*; আমির ২/৯, আব্বাস ৪/৪৪, শাদাব ৩/৩১) ও দ্বিতীয় ইনিংস ॥ ৩৩৯/১০ (১২৯.৩ ওভার; এড জয়েস ৪৩, পোর্টারফিল্ড ৩২, কেভিন ও’ব্রায়ান ১১৮, থম্পসন ৫৩; আমির ৩/৬৩, আব্বাস ৫/৬৬)। ফল ॥ একমাত্র টেস্টে পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
×