ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলেন ট্রাম্প

প্রকাশিত: ০৮:১৩, ৯ মে ২০১৮

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলেন ট্রাম্প

জনকণ্ঠ ডেস্ক ॥ পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের ওপর আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওয়াশিংটন সময় বিকেল চারটায় (বাংলাদেশ সময় রাত ১২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর বিবিসির। বারাক ওবামার আমলে করা ওই চুক্তি ‘ক্ষয়ে ও পচে গেছে’ মন্তব্য করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এটা তার জন্য ‘লজ্জাজনক’। তিনি বলেন, ২০১৫ সালে এই চুক্তি হওয়ার পর ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল সেগুলো পুনরায় আরোপ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের অনেক ইউরোপীয় মিত্র ও কয়েকজন সামরিক উপদেষ্টার পরামর্শের বিরুদ্ধে গিয়ে ইরান চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঘোষণাকে অবৈধ আখ্যায়িত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান বলেছে, এভাবে চুক্তি থেকে সরে আসা আন্তর্জাতিক চুক্তির প্রতি অবমাননা এবং তা অগ্রহণযোগ্য। ট্রাম্পের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ট্রাম্পকে সাধুবাদ জানিয়েছে সৌদি আরব ও ইসরাইল।
×