ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাজ শেষ না করেই ৩শ’ প্রকল্পের সমাপ্তি

প্রকাশিত: ০৭:১৫, ২৯ এপ্রিল ২০১৮

কাজ শেষ না করেই ৩শ’ প্রকল্পের সমাপ্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বার্ষিক উন্নয়ন কর্মসূচী-এডিপি বাস্তবায়নের হার বাড়ছে ঠিকই। কিন্তু বাস্তবে শেষ হচ্ছে না প্রকল্প। গেল অর্থবছরের ৩শ’রও বেশি প্রকল্পের কাজ শেষ না করেই সমাপ্ত দেখানো হয়। চলতি অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার পর্যালোচনার পর বিশ্লেষকদের আশঙ্কা, এবারও ঘটতে পারে একই পুনরাবৃত্তি। রাজধানীর মিরপুর-ফার্মগেট রোডে রাস্তা খোঁড়াখুঁড়ি চলছে দীর্ঘ দিন ধরে। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সব কাজ। কিন্তু তা হতে ঢের বাকি। সারাদেশে বেশিরভাগ উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চিত্রটা প্রায় একই রকম। যদিও খাতা কলমে, চলতি বছরের প্রথম ৯ মাসে বাস্তবায়ন হয়েছে এডিপির ৪৫ শতাংশ। যা আগের কয়েক বছরের তুলনায় বেশি। তবে, তাতেও কাক্সিক্ষত ফল মিলছে না খুব একটা। কারণ হিসেবে বিশ্লেষকরা দুষছেন, অব্যবস্থাপনাকেই। আইএমইডি বলছে, এখন পর্যন্ত ১৩টি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়নের হার ৩০ শতাংশ পর্যন্ত। অথচ বছরের বাকি আর মাত্র ৩ মাস। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় প্রকল্প নিলে বাস্তবায়নের এমন অচলাবস্থা তৈরি হয়। যাতে সময় নষ্ট হয়, খরচ হয় বাড়তি অর্থ। আইএমইডি জানায়, কয়েক বছর ধরে টাকা খরচের পরও কাজ শেষ না করেই সমাপ্ত দেখানো হয়েছে ৩ শ’রও বেশি প্রকল্প। যার পুনরাবৃত্তি ঘটতে পারে এই অর্থবছরেও। চাহিদা বাড়ছে ছোলা ডাল তেলের অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজান সামনে রেখে বাজারে চাহিদা বেড়েছে ছোলা, ভোজ্য তেল, ডালসহ নানা পণ্যের। যার দাম নিয়ে এখনও স্বস্তিতেই ক্রেতারা। বিক্রেতারা জানান, পর্যাপ্ত যোগান থাকায় এবার রোযায় দাম বাড়ার সম্ভাবনা নেই এসব পণ্যের। এ দিকে, স্বাভাবিকের তুলনায় খানিকটা বেড়েছে খেজুরের দাম। যা নিয়ে শঙ্কা ক্রেতাদের।
×