ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফুটবলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৭, ২৯ এপ্রিল ২০১৮

ফুটবলের আঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ এপ্রিল ॥ তালতলী উপজেলার আলীর বন্দর গ্রামে শুক্রবার রাতে আবু হুরায়রা হৃদয় (১২) নামে এক হাফিজি মাদ্রাসার ছাত্র ফুটবলের আঘাতে নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তালতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার আলীর বন্দর গ্রামের আবদুল মন্নাফ দফাদারের ছেলে একই গ্রামের মোক্তার হাওলাদার বাড়ি হাফিজি মাদ্রাসার ছাত্র আবু হোরায়রা হৃদয়। শুক্রবার বিকেলে সহপাঠী ও শিশু কিশোরদের নিয়ে বাড়ির সামনের দক্ষিণ পাশের মাঠে ফুটবল খেলছিল। খেলার শেষ মুহূর্তে একটি বল তার বুকে আঘাত হানে। এতে মাঠেই হৃদয় অসুস্থ হয়ে পড়ে। বন্ধুরা উদ্ধার করে কড়ইবাড়িয়া বাজারের গ্রাম্য চিকিৎসক আবু সালেহের চেম্বারে নিয়ে আসে। তিনি দ্রুত ছাত্রকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহদাৎ হোসেন ছাত্রকে মৃত্যু ঘোষণা করেন। হৃদয় হাফেজি মাদ্রাসার হেফজ্ বিভাগের ছাত্র। ময়মনসিংহে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী নিহত স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাছ বাজারের কাছে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম ওরফে কালাচাঁন নিহত হয়েছে। কালাচাঁনের বিরুদ্ধে ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, নগরীর পাটগুদাম র‌্যালি মোড় এলাকা থেকে শুক্রবার রাত আড়াইটার দিকে ৫০ পিস ইয়াবা ও ধারালো ছুরিসহ কালাচাঁনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে সঙ্গে নিয়ে সহযোগীদের গ্রেফতার অভিযান চালায় পুলিশ। নগরীর কৃষ্ণপুর আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাছ বাজারের কাছে আসতেই কালাচাঁনকে ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে কালাচাঁন গুলিবিদ্ধ হয়। গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কালাচাঁনকে মৃত ঘোষণা করেন।
×