ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নববধূ ছিনতাই

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ এপ্রিল ২০১৮

নববধূ ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ বিয়ের পর স্বামীর ঘরে পৌঁছার আগেই রাস্তা থেকে ছিনতাই হয়ে গেছে নববধূ তানিয়া আক্তার। তাকে উদ্ধারে স্বামী বেচারা ভোঁ দৌড় দক্ষিণখান থানায়। সোজা মামলা ঠুকে দেন তানিয়ার সাবেক বয়ফ্রেন্ড সজল হোসেন বাবুর নামে। এ নিয়ে এলাকায় চলছে দু’পক্ষের দেনদরবার। এমন কা- ঘটেছে শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণখানে। পুলিশ বলছে- আসামিরা দাগী অপরাধী নয়। এটা তেমন কিছুই নয়। বরের গাড়ি থেকে কনেকে ‘প্রেমিক ও তার বন্ধুরা’ তুলে নিয়ে গেছেন। দক্ষিণখান থানার মোল্লারটেক হাজি মার্কেটে সামনে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা বলেন, পূর্ব মোল্লারটেক এলাকার মরহুম মতিন মিয়ার মেয়ে এইচএসি পরীক্ষার্থী তানিয়া আক্তারের সঙ্গে বৃহস্পতিবার বরিশালের আশিক ইমতিয়াজের (২৮) বিয়ে হয়। শুক্রবার ইমতিয়াজ তার স্ত্রী ও বরযাত্রীদের নিয়ে একটি মাইক্রোবাসে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে মোল্লারটেক হাজি মার্কেটের সামনে চার-পাঁচটি মোটরসাইকেলে করে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল হামলাকারী। তারা গাড়িটি ভাংচুর করে এবং কনেকে নিয়ে যায়। এ সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় নেতৃত্ব দেয় সজল হোসেন বাবু নামে এক তরুণ। নববধূ তানিয়ার পারিবারিক সূত্রের বরাত দিয়ে তিনি আরও বলেন, বাবু নামের একটি ছেলে দীর্ঘদিন ধরে তানিয়াকে পছন্দ করত। কিন্তু তাদের বিয়েটা হয় অন্যত্র। তানিয়ার মা যে গার্মেন্টসে চাকরি করেন বর ইমতিয়াজও সেখানে চাকরি করেন। সেই সূত্রে তানিয়া ও ইমতিয়াজের বিয়ে হয়। এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তানিয়াকে উদ্ধার করতে পারেনি।
×