ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:১৫, ২৭ এপ্রিল ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন : আমার স্বামী বিদেশে থাকে। আমার ৪ বছরের একটি পুত্র সন্তান আছে। শুনেছি স্বামী বিদেশে বসে একজনকে বিয়ে করেছে। সেখানে একটি কন্যা সন্তান হয়েছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি স্বামীর সঙ্গে সংসার করব না এবং সন্তান তার পিতার সম্পত্তি ও আমার পাওনা দাওনা কিভাবে পেতে পারি। সেই বিষয়ে আইনী পরামর্শ? উত্তর : আপনি আপনার পত্রে উল্লেখ করেছেন আপনি শুনেছেন আপনার স্বামী বিদেশে আর একটি বিবাহ করেছেন। বিষয়টি নিশ্চিত না হয়ে, আপনার কোন সিদ্ধান্ত গ্রহণ করা আপনার উচিত নয়। আর আপনি পত্রে উল্লেখ করেছেন যে আপনি আপনার স্বামীর সংসার করবেন না। এই সিদ্ধান্তটা আপনি কিন্তু যথাযথ সঠিক এবং অকাঠ্য তথ্যের ওপর ভিত্তি করে নেননি। আপনি প্রথমত নিশ্চিত হন আপনার স্বামী আর একটি বিবাহ করেছে কিনা, যদি করেই থাকে, তাহলে আপনি তাকে তালাক দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার কেবলমাত্র দেনমোহর দাবি করতে পারেন এবং আপনার সন্তান অবশ্যই তার পিতার সম্পত্তি অংশানুপ্রাপ্ত হবে।
×