ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৬:১৮, ২৭ এপ্রিল ২০১৮

প্রতিবাদ

গত ২৩ এপ্রিল দৈনিক জনকণ্ঠে “মুক্তিযোদ্ধা সংসদের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দুদকের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত একটি মানববন্ধনে বক্তাদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, বিশেষ উদ্দেশে আমাকে হেয় করার জন্য একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মানববন্ধন করে এ জাতীয় অপপ্রচার চালিয়েছে। আমার বিরুদ্ধে আনিত এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো, ২০০১ সালে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কার্যালয় জবরদখল করেন। কথিত এই মানববন্ধনের নেতৃত্বদানকারী এফ এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম প্রতিমন্ত্রী রেদোয়ান আহমদকে ইন্ধন দিয়ে মুক্তিযোদ্ধা সংষদ দখল করান। পরে রেদোয়ান আহমদই মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের স্বঘোষিত চেয়ারম্যান বনে যান এবং উপঢৌকন হিসেবে জাহাঙ্গীর আলমকে ভাইস-চেয়ারম্যান করেন। রেদোয়ান আহমদ এবং জাহাঙ্গীর আলম তখন আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন এবং দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দুদক দীর্ঘ এক যুগ অনুসন্ধান শেষে অর্থ আত্মসাতের কোন প্রমাণ না পেয়ে ২১/১১/১৫ তারিখে আমাকে দায়মুক্তি দেয়। পরবর্তীতে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনেরও অভিযোগ দায়ের করা হয়। সে ক্ষেত্রেও অনুন্ধান শেষে দুদক ২০/০৬/১৭ তারিখে আমাকে দায়মুক্তি দেয়। এর পরও এই চক্রটি আমকে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
×