ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাবনায় ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩২, ২৬ এপ্রিল ২০১৮

পাবনায় ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ এপ্রিল ॥ সাঁথিয়ায় অস্ত্র মামলার আসামি ইজিবাইক চালক ফিরোজকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার লাশ উদ্ধার করছে সাঁথিয়া থানা পুলিশ। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের রাঙামটিয়া গ্রামের আঃ হান্নানের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোন্দহ মাঠের শাহিনের মৎস্য খামারের পাশের পাকা রাস্তার ওপর দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ফিরোজের পিতা আঃ হান্নান জানান, মঙ্গলবার রাতের খাবারের পর একজন ফিরোজকে ডেকে নিয়ে যায়। এরপর সে নিখোঁজ হয়। বুধবার সকালে ছেলের লাশ শনাক্ত করেন তিনি। বোয়ালমারীতে যুবক সংবাদদাতা বোয়ালমারী ফরিদপুর থেকে জানান, বোয়ালমারী পৌরসভার সরকারী কলেজ রোডে অবস্থিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘আলোর পথে’ চিকিৎসা নিতে এসে রেজাউল করিম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে পাশের সালথা উপজেলার সালথা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। মঙ্গলবার রাত ৮ টার দিকে ‘আলোর পথের’ পরিচালনা কমিটির সদস্য সনজু তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোহাম্মদ মারনুশ তাকে মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোরসেদ আলম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। গত শনিবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘আলোর পথে’ রেজাউলকে ভর্তি করা হয়। পুলিশ হাসপাতাল থেকে রাত ১১ টার দিকে লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ বিষয়ে রেজাউল করিমের আপন চাচাত ভাই শওকত হোসেন মুকুল সাংবাদিকেদের বলেন, ওই দিন রাতে মোবাইল ফোনের মাধ্যমে আমার ভাইয়ের মৃত্যুর খবর পাই। আমার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় কালো ছাপ দাগ রয়েছে। বদরগঞ্জে যুবকের লাশ উদ্ধার সংবাদদাতা বদরগঞ্জ রংপুর থেকে জানান, বদরগঞ্জে আব্দুল আহাদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের খামারপাড়া গ্রামের নূর আলমের ছেলে। মঙ্গলবার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ আব্দুল আহাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
×