ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর নতুন ওষুধ রফতানি শুরু

প্রকাশিত: ০৪:১৪, ২৬ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর নতুন ওষুধ রফতানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের বাজারে নতুন ওষুধ মেথোকার্বোমল ট্যাবলেট রফতানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেথোকার্বোমল ট্যাবলেট যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকোর রফতানি করা তৃতীয় ওষুধ। গত শনিবার ওই ওষুধের প্রথম চালানটি পাঠানো হয়। তার আগে বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (ইউএস-এফডিএ) গত বছর জুলাইয়ে বেক্সিমকোর তৈরি মেথোকার্বোমল ট্যাবলেট (৫০০ মিগ্রা এবং ৭৫০ মিগ্রা) যুক্তরাষ্ট্রে বাজারজাত করার অনুমতি দেয়। বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার অনুমতি পায় এবং পরের বছর রফতানি শুরু করে। বর্তমানে ৫০টির বেশি দেশে ওষুধ রফতানি করছে বেক্সিমকো। মেথোকার্বোমলের আগে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ‘কার্ভেডিলল’ ও ‘সোটালল’ নামের দুটি ওষুধ রফতানি করে। এ বিষয়ে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। আশা করছি, আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হয়ে উঠবে দেশটি।
×