ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার ছেলের রগ কর্তন

প্রকাশিত: ০৬:৫২, ২১ এপ্রিল ২০১৮

মাদক বিক্রিতে বাধা  দেয়ায় মুক্তিযোদ্ধার ছেলের রগ  কর্তন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মাদক বিক্রিতে বাধা দেয়ায় মুক্তিযোদ্ধার পুত্রের পায়ের রগ কর্তনসহ এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় আওলাদ হোসেন লিটন খানকে (৩৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিটন খান বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আকবর আলী খানের পুত্র। শুক্রবার সকালে লিটন খানের বৃদ্ধা মা আমেনা বেগম বাকেরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বলেন, ভরপাশা গ্রামের আল-আমিন হাওলাদার, শহিদ খান ও হুমায়ুন কবির খান দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে। সম্প্রতি বিষয়টি জেনে তাদের মাদক বিক্রিতে বাধা প্রদান করেন লিটন। এতে ক্ষিপ্ত হয়ে লিটনের মাছের ঘেরে বিষপ্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে তারা। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, গত ১৭ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে লিটন খান তার চাচাত ভাই ইসরাইল আলম দুলালকে নিয়ে বাড়ি ফেরার পথে কৃষ্ণকাঠী খানাবাড়ি নামক এলাকায় পৌঁছলে আল-আমিন হাওলাদার, শহিদ খান, মাসুম, মুসা খান ও হুমায়ুন কবিরসহ ১৪/১৫ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে লিটনের পায়ের রগ কেটে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের চিৎকারে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় লিটনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় লিটনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
×