ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

প্রকাশিত: ০৬:৫২, ২১ এপ্রিল ২০১৮

সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায়  ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম, ২০ এপ্রিল ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় মাসুদুল করিম নয়ন (২৩) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলেও চিকিৎসাধীন চমেক হাসপাতালে বিকেলে মৃত্যুবরণ করেন বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন নিশ্চিত করেন। নিহত ছাত্রলীগ নেতা নয়ন উপজেলার বাড়বকুন্ড মান্দারীটোলা দাড়ালিয়া পাড়া এলাকার প্রবাসী আবুল বাশারের একমাত্র পুত্র ও বাড়বকুন্ড ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সীতাকুন্ড পৌরসদরের কাজ শেষে বাড়ি বাড়বকুন্ড ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসকেএম জুট মিলস্ এলাকায় চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা দ্রুত গতির গাড়ি পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা নয়নকে। এরপর স্থানীয়রা নয়নকে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার নয়নকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেকে চিকিৎসাধীন বিকেলে মৃত্যুবরণ করেন। নওগাঁয় চালকসহ দুই নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পতœীতলায় ট্রাক-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে মোটরবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছে। পত্নীতলা উপজেলার খরাইল মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লার ধীরেনের পুত্র নওমুসলিম আব্দুল মালেক (৫০) ও জেলার মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা গ্রামের সৈয়দ আলী মোল্লার পুত্র তৈয়ব আলী মোল্লা (৪১)। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মাজহার হোসেন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় আব্দুল মালেক ও তৈয়বুর রহমান মোটরবাইকযোগে পত্নীতলা উপজেলার মধইল বাজারের দিকে যাবার পথে খরাইল মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়। ভালুকায় প্রতিবন্ধী শিশু নিজস্ব সংবাদদাতা ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালী রাসেল মিলের সামনে শুক্রবার সকালে ট্রাক চাপায় প্রতিবন্ধী সৌরভ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । জানা যায়, ঘটনার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী অজ্ঞাত ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সৌরভ মারা যায়। নিহত সৌরভ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের সুভাস চন্দ্র বর্মণের ছেলে । প্রতিবন্ধী হওয়ায় তাকে তার পরিবারের লোকজন শিকলে বেঁধে রাখত। শুক্রবার ভোরে সবার অজান্তে শিকল খুলে সে রাস্তায় এলে এ দুর্ঘটনা ঘটে। ফেনীতে দুই নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অদূরে ছাগলনাইয়া থানার মুহুরীগঞ্জ এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছে। শুক্রবার বিকেলে পল্লীবিদ্যুতের লাইনম্যান ও এক শ্রমিক মোটরসাইকেলে করে ঝড়ে বিধ্বস্ত হওয়া লাইন মেরামতের জন্য যাওয়ার সময় মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় ফেনী থেকে চট্টগ্রামগামী স্টার লাইন পরিবহনের বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। মুমূর্ষু অবস্থায় আহতদের হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে আনার পথে তারা ২ জনই মারা যায়। রূপগঞ্জে চালক নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, রূপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ মিয়া (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ৩০০ ফুট সড়কের ভুইয়া বাড়ি ব্রিজ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। সোহাগ মিয়া উপজেলার বাগবেড় এলাকার আসাদ মিয়ার ছেলে। জানা যায়, ভুইয়া বাড়ি ব্রিজে একটি বাঁক রয়েছে। ওই বাঁকে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এজন্য রাজউক কর্তৃপক্ষ ওই স্থানে স্প্রিড ব্রেকার দেন। দুপুরে ওই স্প্রিড ব্রেকারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। কিশোরগঞ্জে কিশোর নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, জেলার কটিয়াদীতে ধানভর্তি টমটম উল্টে রামিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গী সেলিম (১৮) নামে আরেক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাঁচলগুটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রামিম উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের শহীদ মিয়ার ছেলে।
×