ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গুরুত্ব ও মর্যাদার সঙ্গে খালেদার চিকিৎসা দেয়া হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩০, ১৭ এপ্রিল ২০১৮

গুরুত্ব ও মর্যাদার সঙ্গে খালেদার চিকিৎসা দেয়া হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভাল আছেন। তাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চিকিৎসকদের দেয়া পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং তিনি সুস্থ রয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপিকে রাজনীতি না করার অনুরোধ জানান তিনি। সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রাণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ ও বয়স্ক নারী। তার চিকিৎসার বিষয়ে আমরা যথেষ্ট সচেতন আছি।’ কারাবন্দী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার না করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন রাজনৈতিক নেতা, একটি দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতি সবসময়ই আমাদের সদয় দৃষ্টিভঙ্গি আছে। তাই অহেতুক মিথ্যাচার করবেন না। সরকারকে দোষারোপ করবেন না। রাজনৈতিক মত-পার্থক্য থাকতে পারে, কিন্তু চিকিৎসা নিয়ে রাজনীতি করা ঠিক নয়। খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি নাকচ করে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখানে একটি কথা অত্যন্ত পরিষ্কার। জেল কোডের বাইরে তো কাউকে আপনি চিকিৎসা দিতে পারেন না। এ সুযোগও তো নেই। একমাত্র জেলকোড মেনে মেডিক্যাল বোর্ডের নির্দেশনা মেনে তাকে চিকিৎসা নিতে হবে। সেভাবেই তার (খালেদা জিয়া) সর্বোত্তম চিকিৎসা করা হচ্ছে। তার যে কোন অসুবিধা দেখা হবে। তবে জেল কোডের বাইরে গিয়ে চিকিৎসা করা সম্ভব নয়। আমরা আশ্বস্ত করতে চাই, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কোন অবহেলা করা হচ্ছে না। অবহেলা করার প্রশ্নই ওঠে না।’ মন্ত্রী বলেন, জেলকোড অনুসারে অনেক সময় জেলে বা বাইরেও চিকিৎসা করা হয়। এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষ। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি অহেতুক সব বিষয় নিয়ে রাজনীতি করে। বেগম জিয়া নিজেই চিকিৎসার জন্য ধন্যবাদ দিয়েছেন, তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে) এসেছেন। চিকিৎসা নিয়েছেন, ওষুধ খাচ্ছেন। তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসায় পূর্ণ সহযোগিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া চিকিৎসকদের সহযোগিতা করছেন। তাদের দেয়া পরামর্শ মেনে চলছেন।’ খালেদা জিয়া আদালতের মাধ্যমে মুক্তি পাবেন বলে বিশ্বাস করেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপার্সনের কারাগারে যাওয়াকে তিনি দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যায়িত করে বলেন, এটি আমরা কেউ না চাইলেও আদালতের নির্দেশেই তাকে কারাগারে থাকতে হচ্ছে। আমি সবময়ই মনে করি, তিনি আদালতে নির্দেশেই মুক্তি পাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তারপরও যেহেতু তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণেই কারাগারে আছেন, তাই যতদূর সম্ভব আমাদের দায়িত্ব তাকে নিয়মিত চিকিৎসা করা এবং সুস্থ রাখা। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত গঠিত প্যানেলে চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
×