ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বিল্ডিং ভাংচুর

প্রকাশিত: ০৪:৫৩, ১০ এপ্রিল ২০১৮

বরিশালে চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বিল্ডিং ভাংচুর

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বিল্ডিং ভাংচুর করেছে চিহ্নিত চাঁদাবাজরা। এ ঘটনায় সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামে ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের আইউব খান বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেন। সম্প্র্রতি একই এলাকার চিহ্নিত চাঁদাবাজ আব্দুল হক খান ও তার সহযোগীরা আইউব আলীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় রবিবার বিকেলে আব্দুল হক খানের নেতৃত্বে নুর ইসলাম, আব্দুস সালাম, জাহিদুল ইসলাম, কবির সিকদার, আলামিন খান, তাওহিদুলসহ ১০-১২ জনে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশ করে ব্যাপক ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা গৃহবধূ লামিয়া বেগমকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানি করে। খাল দখল করে দোকান ঘর নির্মাণ ॥ বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর বাজার সংলগ্ন চামটা-কালিগঞ্জ ভাড়ানি খাল ও সরকারী জমি দখল করে রুহুল আমিন নামের এক ভূমিদস্যু দোকান ঘর নির্মাণ করছে। সম্প্রতি মহেশপুর বাজারের ব্রিজের পাশে সরকারী খাল ও জমি দখল করে আরসিসি পিলার দিয়ে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে রুহুল আমিন। উপজেলা সহকারী কমিশনার উর্মি ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করে রুহুল আমিনকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। প্রসাশনের নির্দেশ উপেক্ষা করে প্রভাবশালী রুহুল আমিন ও তার সহযোগী দখলবাজ সানু বেপারী ও জামায়াত নেতা ইব্রাহীম হোসেন মনির নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ ঘটনায় সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার উর্মি ভৌমিক দখলবাজদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
×