ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্যান্টিন মালিককে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৭, ৪ এপ্রিল ২০১৮

ক্যান্টিন মালিককে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ক্যান্টিনের খাবারের নিম্নমান ও পুষ্টিহীন বলে অনেক দিন ধরে অভিযোগ করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সেসব অভিযোগের ভিত্তিতে ও মানসম্মত খাবার পরিবেশন করতে ব্যর্থ হওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে হল প্রশাসন। মঙ্গলবার দুপুরে হল বিজয় একাত্তর প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে হল প্রশাসন থেকে একটি নোটিস দেয়া হয়েছে। নোটিসে লেখা হয়েছে- ‘কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে এক দিন দুই বেলা ক্যান্টিন বন্ধ রাখা, ক্যান্টিনের খাবারের মান যথাযথ না হওয়া এবং নির্ধারিত মূল্য তালিকার অধিক মূল্যে খাবার পরিবেশন করার কারণে বিজয় একাত্তর হল ক্যান্টিন ম্যানেজার ইসমাঈল হোসেনকে বিজয় একাত্তর হল প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। স্পাইন সার্জারিতে সফলতা স্টাফ রিপোর্টার ॥ সিউচারলেস স্পাইন সার্জারিতে সফলতা দেখিয়েছেন ভারতের গ্লেনইগলস গ্লোবাল হসপিটালের স্পাইন সার্জন ডাঃ করুণাকরণ ও তার বিশেষজ্ঞ দল। তিনি পারকডিটোনিয়াস এনডোস্কোপিক স্পাইন সার্জারির অনন্য পথিকৃৎ। এই সার্জারিতে লোকাল এ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়, যেখানে রোগীকে সচেতন রেখেই সেলাইবিহীন স্পাইন সার্জারি করা হয়। মঙ্গলবার ঢাকা ক্লাবে গ্লেনইগলস গ্লোবাল হসপিটাল আয়োজিত মিট দ্য প্রেসে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয় ভারতের চেন্নাই গ্লেনইগলস গ্লোবাল হসপিটালের ইনস্টিটিউট অব এ্যাডভান্স স্পাইনের পরিচালক ডাঃ করুণাকরণ এস স্পাইন সার্জারিতে ১৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন স্বনামধন্য চিকিৎসক। এখন পর্যন্ত বিভিন্ন ধরন ও মাত্রার এক হাজারের বেশি স্পাইন সার্জারি করেছেন তিনি।
×