স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৭তম আবির্ভাব উপলক্ষে মোরেলগঞ্জ শ্রীধাম লক্ষ্মীখালীতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনদিনের মতুয়া মেলা ও ৯৬তম স্ন্যানোৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও ভারতের কয়েকটি অঞ্চল থেকে ৪ শতাধিক দল এবারের স্নানোৎসবে অংশ নিয়েছে বলে শ্রীধাম লক্ষ্মীখালীর গদিনশীন সেবাইত মতুয়াচার্য সাগর সাধু ঠাকুর জানিয়েছেন। এ স্নানোৎসবকে কেন্দ্র করে প্রতিবছর শ্রীধাম লক্ষ্মীখালীতে মতুয়া মতাদর্শী ছাড়াও বিভিন্ন ধর্মের হাজার হাজার লোক এখানে সমবেত হন। ফলে এই স্নানোৎসব পরিণত হয় মেলায়। তিথি অনুযায়ী পুণ্যস্ন্যান শেষ হলেও মেলা তিনদিন ধরে চলবে।
এবারের মেলায় যোগ দিয়েছেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য বাগেরহাট জেলা আওয়ামী ল]ীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, শরণখোলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন আকন প্রমুখ।