ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ভাষাসৈনিকের স্মরণসভা

প্রকাশিত: ০৪:২৫, ৩১ মার্চ ২০১৮

ভাষাসৈনিকের স্মরণসভা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের বিশিষ্ট ভাষাসৈনিক এ্যাডভোকেট মীর মোশাররফ আলীর স্মরণসভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে রেল রোডের মরহুমের নিজ বাড়ির প্রাঙ্গণে তার জামাতা প্রাক্তন সংসদ সদস্য অধ্যাপক মীর সাখাওয়াত আলী দারুর সভাপতিত্বে এ স্মরণসভায় বক্তব্য রাখেন, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা বারের সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপু, প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু, মরহুমের মেয়ে ফরিদা আক্তার লুচি, প্রেসক্লাবের সভাপতি আহাদ হায়দার, সম্পাদক এ. বাকী তালুকদার, ফকির মোস্তাফিজুল হক, এ্যাডভোকেট তুষার কান্তি বসু, ফারুক সরদার, সীতা রানী দেবনাথ, ক্যাব সভাপতি বাবুল সরদার প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
×