ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুইন টাওয়ার হামলা ॥ সৌদির বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা চলবে

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ মার্চ ২০১৮

টুইন টাওয়ার হামলা ॥ সৌদির বিরুদ্ধে  ক্ষতিপূরণ মামলা চলবে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনায় শত কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে সৌদি আরবের বিরুদ্ধে করা একটি মামলা চলমান রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। ওই হামলায় সৌদি সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে, যদিও সৌদি আরব সেটি অস্বীকার করে আসছে। বিবিসি। এ মামলার অভিযোগ থেকে নিজেদের অব্যাহতির জন্য আদালতে আবেদন করেছিল সৌদি আরব। কিন্তু বুধবার ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জর্জ ডেনিয়েলস ওই আবেদন খারিজ করে দেন। বিচারক বলেছেন, মামলার বাদীপক্ষ সৌদি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের যে অভিযোগ এনেছে, তা ‘সামান্য হলেও যুক্তিসঙ্গত ভিত্তির’ ওপর দাঁড়িয়ে আছে বলে তার মনে হয়েছে। এ কারণে তিনি মামলাটি চলমান রাখার সিদ্ধান্ত দিয়েছেন। ছিনতাই করা কয়েকটি যাত্রীবাহী বিমান নিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) ও পেন্টাগনে হামলাটি চালানো হয় বলে অভিযোগ রয়েছে। ছিনতাই করা আরেকটি বিমান পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়। হামলায় প্রায় তিন হাজার লোকের মৃত্যু হয়। ১৯ জন ছিনতাইকারীর মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। অবশ্য সৌদি আরব শুরু থেকেই ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছে। ২০১৬ সালে মার্কিন কংগ্রেসে ‘জাস্টিস এগেইনস্ট স্পন্সরস অব টেরোরিজম এ্যাক্ট’ পাস হওয়ায় সৌদি আরবকে বিচারের মুখোমুখি করার সুযোগ তৈরি হয়। অবশ্য তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছিলেন, এ ধরনের মামলা হলে অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, বাহিনী ও কর্মকর্তাদের জন্য ঝুঁকি তৈরি করবে। ম্যানহাটনের বিচারকের আদেশ নিয়ে সৌদি আইনজীবীদের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। এটি যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন সৌদি আরবের ক্যাপিটাল মার্কেট কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আলকুয়াইজ। টুইন টাওয়ার হামলায় নিহতদের পরিবারের সদস্য, আঘাত প্রাপ্ত প্রায় ২৫ হাজার মানুষসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি এ মমলার ক্ষতিপূরণের আওতায় পড়বে। সৌদি আরবের ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংক ও আল রাজি ব্যাংক এবং নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ ৯/১১ হামলায় তহবিল ও আর্থিক সহায়তা দিয়েছিল কি না সেটি প্রমাণের অভাবে বিচারক এমন অভিযোগ খারিজ করে দিয়েছেন। সৌদি আরব বলেছে, হামলা কিংবা এর পরিকল্পনায় সৌদি কোন কর্মকর্তা, কর্মচারী বা এজেন্টের সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি বাদীপক্ষ। এ যুক্তিতে মামলা থেকে অব্যাহতি চেয়েছিল তারা কিন্তু আদালত তাতে সাড়া দেয়নি।
×