ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাসের দাম বাড়লেও বাড়ছে না বিদ্যুতের দান ॥ নসরুল হামিদ

প্রকাশিত: ০৭:৩১, ২৯ মার্চ ২০১৮

গ্যাসের দাম বাড়লেও বাড়ছে না বিদ্যুতের দান ॥ নসরুল হামিদ

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এপ্রিলে এলএনজি আমদানির প্রেক্ষিতে সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো। জ্বালানি বিভাগের এক চিঠিতে বলা হচ্ছে এখন বিদ্যুত উৎপাদনে অন্তত ৪০ দশমিক ৯০ ভাগ গ্যাস ব্যবহার হচ্ছে। এলএনজি আমদানির পর এই ব্যবহার বেড়ে ৪৫ ভাগ হবে। এখন বিদ্যুতকেন্দ্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩ টাকা ১৬ পয়সা। এলএনজি এ গ্যাসের দাম ২০৬ ভাগ বৃদ্ধি করে প্রতি ঘনমিটার ১০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের উৎপাদন খরচের ৬০ ভাগই জ্বালানি খরচ। জ্বালানি বাবদ খরচ বাড়লে বিদ্যুতের দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি করা হয়ে থাকে। এখন গড় বিদ্যুত উৎপাদনে পিডিবি ইউনিটপ্রতি এক টাকার কাছাকাছি লোকসান দিচ্ছে। এই পরিস্থিতিতে আবার জ্বালানির দাম বৃদ্ধি বিদ্যুতখাতে সরকারের ভর্তুকি বৃদ্ধি করবে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে কি না- প্রশ্নের উত্তরে তিনি বলেন, খরচ বৃদ্ধির একটা বিষয় আছে। তবে এখনই বিদ্যুতের দাম বাড়বে বা বাড়াতে হবে বলে আমি মনে করি না। দামের বিষয়টা কোন পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। বেশি দামে গ্যাস আমদানি করতে হলেও তা বিদ্যুত উৎপাদনে সুফল দেবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী। এখানে অনেকগুলো ডুয়েল ফুয়েল বিদ্যুত কেন্দ্র রয়েছে, গ্যাস সঙ্কটের কারণে এগুলো উচ্চমূল্যের তেলে চালাতে হচ্ছে। গ্যাস পর্যাপ্ত হলে তখন আর তেলে চালাতে হবে না। এগুলো তখন গ্যাসে চলবে। রাজধানীর বিদ্যুত ভবনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বক্তব্য রাখেন।
×