ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃদ্ধ হত্যা ॥ তিন দিনেও সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ

প্রকাশিত: ০০:২৭, ২৮ মার্চ ২০১৮

বৃদ্ধ হত্যা ॥ তিন দিনেও সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গত ২৫ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের মামাসার এলাকায় গাছের সঙ্গে হাত-পা বাঁধা অব¯হায় লালচাঁন শেখ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত লালচাঁন শেখ মামাসার গ্রামের মৃত সমের উদ্দিন শেখের ছেলে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিল্লুর রহমান। রবিবারেই লালচাঁন শেখের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। মামলা নং ৪২। কিন্তু, তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এই হত্যার অভিযোগে এখনও কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, সন্দেহভাজন আফজাল পালিয়েছে। নিহতের স্ত্রী মনোয়ারা বেগম জানান, “শনিবার এশা নামাজের পর আফজালের ফোন পেয়ে সে বাইরে যায়। কিন্তু আর ফেরেনি। আমরা রাত দশটার পরে খোঁজাখুঁজি করেও পাইনি। পরের দিন সকালে গাছের সাথে বাঁধা অব¯হায় তার লাশ পাওয়া যায়। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। কিন্তু তি দিন পার হয়ে গেলেও পুলিশ কাউকে ধরেনি।” হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা এস আই জিল্লুর রহমান বলেন, “পুলিশ এখনও কাউকে আটক করেনি। নিহতের মোবাইলের কললিস্ট ধরে তদন্ত করা হচ্ছে।” তিনি আরো জানান, নিহতের দুই ছেলে কাতার, এক ছেলে ইতালি থাকে। ছেলেদের সহায়তায় এলাকার ৬/৭ জনকে বিদেশ পাঠিয়েছেন। তাই, বিদেশ পাঠানোর ব্যাপারে টাকা পয়সার লেনদেন নিয়েও হত্যাকান্ড হতে পারে। আমরা এ বিষয়টাও তদন্ত করছি।” “হানীয় এক আফজালের ফোন পেয়ে রাত নয়টার দিকে বের হয়েছিলেন নিহত লালচাঁন মিয়া। তার পরিবারের পক্ষ থেকে এটা বলা হয়েছে। আমরা এ বিষয়টা খতিয়ে দেখছি। কিন্তু আফজাল পালিয়েছে,” জানান এস আই জিল্লু রহমান। এদিকে মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এস এম সাখাওয়াত হোসেন জানান, “নিহতের ময়নাতদন্তের জন্য ভিসেরা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট কবে পাওয়া যাবে তা বলা যাচ্ছে না।”
×