ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৫১, ২৮ মার্চ ২০১৮

খুলনায় কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের কৃষক লুৎফর মোল্লা হত্যা মামলায় চার ভাইসহ ৫আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিরা হলেন হত্যাকা-ের শিকার কৃষক লুফর রহমানের চার ভাই শাজাহান মোল্লা (২৫), আশরাফ মোল্লা (২২), সুজা উদ্দিন মোল্লা (৩২), ইসমাইল মোল্লা (২৭) এবং একই এলাকার জামাল উদ্দিন মোল্লা। উল্লেখ্য, ২০০৩ সালের ২৭ জুলাই সন্ধ্যায় খুলনার কয়রা থানার দক্ষিণ মদিনাবাদ গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে কৃষক লুৎফর মোল্লা বাড়ির অদূরে বিলে মাছ ধরতে যায়। রাতে তিনি বাড়ি ফিরে না আসায় সকালে তার ছেলে হালিম মোল্লা খুঁজতে বের হয়ে বিলের মধ্যে তার পিতার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পূর্ব শত্রুতার জের ধরে লুৎফর মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এ অভিযোগে ২৮ জুলাই নিহতের ছেলে আব্দুল হালিম মোল্লা বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা দায়ের করেন। গাজীপুরে ভায়রার যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, এক রিক্সাচালককে হত্যার দায়ে তার এক ভায়রাকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে আদালত। রায়ে একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। দ-প্রাপ্তের নাম মানিক রাজবংশী (৩৮)। সে টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে। জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের সাতাইশ এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকত মানিক। একই বাড়িতে সপরিবারে ভাড়া থাকত মানিকের স্ত্রী রাধির খালাত বোন হিরণ রানী ও তার স্বামী অজয় চন্দ্র দাস। মানিক ও অজয় এলাকায় রিক্সা চালাত। তাদের দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয়কে বাড়ি থেকে ডেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় নিয়ে যায় মানিক। সেখানে নিয়ে অজয়ের মাথায় একটি হাতুড়ি দিয়ে আঘাত করে মানিক। এতে অজয় গুরুতর আহত হয়। স্থানীয়রা হাতুড়িসহ মানিককে আটক করে এবং গুরুতর আহত অজয়কে হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে মানিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অজয় ঘটনার তিনদিন পর মারা যায়। জামালপুরে পিতার যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, জামালপুর থেকে জানান, শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আদালত ধর্ষক পিতা রবিউল ইসলামকে যাবজ্জীবন কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের সশ্রম কারাদ-ে দ-িত করেছেন। জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হোসেন মঙ্গলবার এ রায় দেন। জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামে গত বছর এ ধর্ষণের ঘটনা ঘটে। নির্যাতিতা ওই শিশুটি মামলা চলা অবস্থায় একটি ছেলে সন্তান প্রসব করেছে। বর্তমানে সে নবজাতকসহ ঢাকায় আইন ও সালিশ কেন্দ্রের তত্ত্বাবধানে একটি শেল্টার হোমে রয়েছে। মামলা সূত্রে জানা গেছে, জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের দরিদ্র রবিউল ইসলাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি। তিনি তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ১২ বছর বয়সী শিশুকন্যাকে ফুসলিয়ে নিজ ঘরে পর্যায়ক্রমে সাত-আটদিন ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি গর্ভবতী হয়। ২০১৭ সালের ১৫ জুলাই এ ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিউল ইসলামকে আটক করে সদর থানায় সোপর্দ করে। পরে ওইদিন রাতেই শিশুটির মা বাদী হয়ে শিশুটির পিতা রবিউল ইসলামকে আসামি করে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জে একজনের মৃত্যুদণ্ড স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, সেনা সদস্য ভাইকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত হলেনÑ গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা গ্রামের হাদিসুল ইসলামের ছেলে শফিউল ইসলাম (৩৪)। উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ মে বেলা পৌনে ১১টার দিকে সেনা সদস্য শহিদুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
×