ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীতি-আদর্শহীন জীবনের মূল্য নেই ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৬:৫০, ২৫ মার্চ ২০১৮

নীতি-আদর্শহীন  জীবনের মূল্য নেই ॥ চসিক  মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নীতিহীন, আদর্শহীন ও অনৈতিক জীবনযাপনের কোন মূল্য নেই। নীতিবান, আদর্শবান ও আলোকিত মানুষ- যিনি দেশপ্রেম মা, মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ এবং দরদ লালন করেন সে রকম মানুষ গড়ার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মেয়র বলেন, মানুষের জীবনমান পরিবর্তন করার একমাত্র মাধ্যম সুশিক্ষা। মৌলিক অধিকারের এ মাধ্যম জীবনে কাজে লাগানো গেলে কোন মানুষ দরিদ্র থাকবে না। তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে সমাজে আলো ছড়িয়ে- সমাজকে আলোকিত করার আহ্বান জানান।শনিবার দুপুরে নগরীর আবদুল আলী হাটস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রিমিয়ার কলেজের ২০১৮ সনের এইচএসসি শিক্ষার্থী বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান। প্যানেল মেয়র ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, সাবেক কমিশনার মোঃ নুরুল বশর মিয়া, শ্রমিক নেতা সফর আলী, কলেজ পরিচালনা কমিটির সদস্য সরোয়ার মোর্শেদ কচি। স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব চৌধুরী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে চসিকের কর্মসূচী ॥ ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকালে নগরভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮টা থেকে বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিকেলে নগরীর শহীদ মিনারস্থ থিয়েটার ইনস্টিটিউটে মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক প্রদান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গণহত্যা দিবস উপলক্ষে চসিকের কর্মসূচী ॥ আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। এ দিবস স্মরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সকালে জাকির হোসেন রোডস্থ বধ্যভূমি স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়াও বাদ জোহর নগরভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তন স্বাধীনতার শহীদদের স্মরণে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
×