ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বিজ্ঞান

প্রকাশিত: ০৬:৪৯, ২৪ মার্চ ২০১৮

সপ্তম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ বিজ্ঞান

১। ফণীমনসা উদ্ভিদের রূপান্তরিত কাণ্ড- i. খাদ্য তৈরি করে ii. আত্মরক্ষার অংশ নেয় iii. অঙ্গজ প্রজনন করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, iii উদ্দীপকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : রফিক সাহেব বাজারে গিয়ে পেঁয়াজ ও রসুন কিনে আনলেন। এগুলো দেখতে মোটামুটি একই ধরনের। ২। উদ্দীপকের উদ্ভিদগুলোর কাণ্ড কী প্রকারের? ক. টিউবার খ. রাইজোম গ. কন্দ ঘ. গুড়িকন্দ ৩। উদ্দীপকের উদ্ভিদগুলোর কাণ্ডটি- i. পর্ব ও পর্ব মধ্যগুলোর পুরু ii. রসালো শুল্কপত্রের iii. অবস্থানের কারণে কাণ্ডটি দেখা যায় না। কাণ্ডের নিচের দিকে অস্থানিক গুচ্ছমূল থাকে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, iii ৪। নিচের কোন উদ্ভিদটির পাতা প্রজনন কাজে অংশগ্রহণ করে? ক. জংলি মটর খ. পাথরকুচি গ. ফণীমনসা ঘ. ঘৃতকুমারী ৫। নিচের কোন উদ্ভিদে আকর্ষী দেখা যায়? ক. জংলি মটর খ. ঘৃতকুমারী গ. ফণীমনসা ঘ. পাথরকুচি ৬। কোন উদ্ভিদটির পাতা কাঁটায় রূপান্তরিত হতে পারে? ক. পাথরকুচি খ. লেবু গ. মেহেদি ঘ. বেল ৭। কোন উদ্ভিদগুলোতে শুল্কপত্র পাওয়া যাবে? ক. আলু, লেবু খ. আদা, লেবু গ. ঘৃতকুমারী, হলুদ ঘ. হলুদ, আলু ৮। কোন গাছে পাতার শীর্ষভাগ প্যাঁচানো সপ্রিংয়ের আকার ধারণ করে? ক. পাথরকুচি খ. আলু গ. জংলি মটর ঘ. লেবু ৯। পতঙ্গ ফাঁদ ব্যবহার করে কোন উদ্ভিদ? ক. পাথরকুচি খ. কলসি উদ্ভিদ গ. লেবু ঘ. ঘৃতকুমারী ১০। নিচের কোন উদ্ভিদের পাতা থেকে নতুন উদ্ভিদ জন্মায়? ক. লেবু খ. কলসি উদ্ভিদ গ. পেঁয়াজ ঘ. পাথরকুচি ১১। খাদ্য সঞ্চয় করে পাতা পুরু ও রসালো হয়- i. পেঁয়াজের ii. আলুর iii. ঘৃতকুমারীর নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, iii ১২। ভূমিস্থ কাণ্ডের পাতা পাতলা আঁশের আকার ধারণ করে- i. আলুতে ii. হলুদে iii. আদাতে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii, iii উত্তরগুলো মিলিয়ে নাও: ১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. খ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. গ। -শিক্ষাসাগর ডেস্ক
×