ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব কাল শুরু

প্রকাশিত: ০৭:৩৪, ২৩ মার্চ ২০১৮

লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব কাল শুরু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শনিবার থেকে প্রতি বছরের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব শুরু হবে। ঐদিন সকাল ১০টা ১৪ মিনিট ১০ সেকেন্ড লগ্ন শুরু হয়ে পরদিন রবিবার সকাল ৭টা ৫২ মিনিট ৫০ সেকেন্ডে লগ্ন শেষ হবে। এদিকে স্নানোৎসবকে কেন্দ্র করে লাঙ্গলবন্দ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। লাঙ্গলবন্দ স্নানোৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক সরোজ কুমার সাহা জানান, এবার ১৮টি ঘাটে পুণ্যার্থীরা স্নান করতে পারবে। পুণ্যার্থীদের জন্য বিশুদ্ধ পানি, থাকা খাওয়ার ব্যবস্থাসহ সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এবার দেশ-বিদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশ নিতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, স্নানোৎসবকে কেন্দ্র করে নিরাপত্তায় সাদা পোশাকে ৩শ’ পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ৩৬টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও ৩শ’ আনসার সদস্য মোতায়েন থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও নিয়োজিত থাকবে। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৭ মার্চ সকালে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসবে বেইলী সেতু ভেঙ্গে পড়ার গুজবে ভিড়ের চাপে পদদলিত হয়ে ৭ নারীসহ ১০ জন পুণ্যার্থী নিহত হয়। আহত হয় আরও ২০ পুণ্যার্থী।
×