ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাড়ির ছাদে বসবে ড্রোন

প্রকাশিত: ০৫:৫৫, ১৫ মার্চ ২০১৮

গাড়ির ছাদে বসবে ড্রোন

ড্রোনকে সেন্সর হিসেবে ব্যবহার করতে নতুন পেটেন্ট করেছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড। জরুরী মুহূর্তে গাড়ির কোন সেন্সর অকেজো হলে ওই সেন্সরের বিকল্প হিসেবে কাজ করবে ড্রোন। পেটেন্ট নথিতে বলা হয়, গাড়ি কোন একটি সেন্সরের ত্রুটি বের করবে এবং ভেইকল-টু-ভেইকল নেটওয়ার্কের মাধ্যমে এই ড্রোনগুলোর একটির সঙ্গে যোগাযোগ করবে। তখন ড্রোনটি গাড়ি অবস্থান বের করে সেখানে যাবে এবং গাড়ির ছাদে বসবে। গাড়ির ছাদ থেকে অকেজো সেন্সরের বিকল্প হিসেবে কাজ করবে ড্রোনটি। আর গাড়িকে কাছাকাছি মেরামত কেন্দ্রের দিক নির্দেশনা দেবে, যেখানে গাড়ি পুরোপুরিভাবে সারানো হবে। স্বচালিত নাকি সাধারণ গাড়ির জন্য এই ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে তা নিশ্চিত করে বলা হয়নি। আর পেটেন্ট করা এই প্রযুক্তির বাস্তব প্রতিফলন শীঘ্রই দেখা যাবে কিনা তাও নিশ্চিত নয়। -সাইট
×