স্পোর্টস রিপোর্টার ॥ এমনিতেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সুপার লীগে খেলা নিশ্চিতই বলা চলে আবাহনীর। তবে শনিবার যদি জিততে পারত তাহলে শতভাগ নিশ্চিত হয়ে যেত। কিন্তু প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব তা হতে দেয়নি। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে আবাহনীকে ৩ রানে হারিয়ে দিয়েছে দোলেশ্বর। একইদিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৩৮ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জহুরুল ইসলাম অমির সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রাইম দোলেশ্বর-আবাহনী ম্যাচ ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩২ রান করে প্রাইম দোলেশ্বর। ফজলে মাহমুদ ৬৮ ও ফরহাদ হোসেন ৬৩ রান করেন। মনন শর্মা ৪ উইকেট নেন। জবাব দিতে নেমে ফরহাদ রেজা (৩/৪২) ও আরাফাত সানির (৩/৫১) দুর্দান্ত বোলিংয়ে ৪৯.৫ ওভারে ২২৯ রান করতেই গুটিয়ে যায় আবাহনী। মোহাম্মদ মিঠুন ৬০ ও নাসির হোসেন ৫৩ রান করেন। এই ম্যাচটিতে হেরেও পয়েন্ট তালিকার শীর্ষেই আছে আবাহনী। জিতে দ্বিতীয় স্থান দখল করেছে দোলেশ্বর।
মোহামেডান-শাইনপুকুর ম্যাচ ॥ ফতুল্লায় আগে ব্যাট করে রনি তালুকদারের ৭৭, শামসুর রহমানের ৬০, সাঈদ সরকারের অপরাজিত ৫৮ ও রকিবুল হাসানের ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৬ রান করে মোহামেডান। মোহাম্মদ সাইফউদ্দিন ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ২৬৮ রান করতেই গুটিয়ে যায় শাইনপুকুর। দলের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ ৬৮ রান করতে পারেন। মোহাম্মদ আজিম ৪টি ও তাইজুল ইসলাম ৩টি উইকেট নেন।
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক ম্যাচ ॥ বিকেএসপিতে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৫৭ রান করে প্রাইম ব্যাংক। ইউসুফ পাঠান অপরাজিত ৭২ রান করেন। নাঈম হাসান নেন ৪ উইকেট। জবাবে অমির ১০৩ রানের সঙ্গে আসিফ আহমেদের অপরাজিত ৯১ রানে ৩ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২৫৮ রান করে জিতে যায় গাজী গ্রুপ। অমি রিটায়ার্ড হার্ট হন। ১৮৪ রানে অসুস্থ হয়ে মাঠ ছাড়েন। নাহলে গাজী গ্রুপ আরও আগেই জিততো।
স্কোর ॥ প্রাইম দোলেশ্বর-আবাহনী ম্যাচ, দোলেশ্বর ইনিংস ॥ ২৩২/৯; ৫০ ওভার (মাহমুদ ৬৮, ফরহাদ ৬৩, ফরহাদ রেজা ২৮; মনন ৪/৪৪, মাশরাফি ২/৪৭)।
আবাহনী ইনিংস ॥ ২২৯/১০; ৪৯.৫ ওভার (মিঠুন ৬০, নাসির ৫৩; রেজা ৩/৪২, সানি ৩/৫১)।
ফল ॥ দোলেশ্বর ৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ ফরহাদ রেজা (দোলেশ্বর)।
মোহামেডান-শাইনপুকুর ম্যাচ, মোহামেডান ইনিংস ॥ ৩০৬/৬; ৫০ ওভার (রনি ৭৭, শামসুর ৬০, সাঈদ ৫৮*, রকিবুল ৫৫; সাইফউদ্দিন ৩/৫৫)।
শাইনপুকুর ইনিংস ॥ ২৬৮/১০; ৪৮.১ ওভার (সাইফউদ্দিন ৬৮, রায়হান ৩৮; আজিম ৪/৪৫, তাইজুল ৩/৬৪)।
ফল ॥ মোহামেডান ৩৮ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাঈদ সরকার (মোহামেডান)।
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক ম্যাচ, প্রাইম ব্যাংক ইনিংস ॥ ২৫৭/৯; ৫০ ওভার (পাঠান ৭২*, জাকির ৪৪; নাঈম ৪/৫৩)।
গাজী গ্রুপ ইনিংস ॥ ২৫৮/৩; ৪৮.৫ ওভার (অমি ১০৩, আসিফ ৯১*; এনামুল হক জুনিয়র ২/৫২)।
ফল ॥ গাজী গ্রুপ ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জহুরুল ইসলাম অমি (গাজী গ্রুপ)।
প্রিমিয়ার ক্রিকেট লীগ, শাইনপুকুরকে হারিয়েছে মোহামেডান, জহুরুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে হারাল গাজী গ্রুপ
আবাহনীকে হারিয়ে দিল দোলেশ্বর
প্রকাশিত: ০৬:৫৩, ১১ মার্চ ২০১৮