ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ বলে ওভারের প্রস্তাব!

প্রকাশিত: ০৫:৩৭, ৮ মার্চ ২০১৮

পাঁচ বলে ওভারের প্রস্তাব!

স্পোর্টস রিপোর্টার ॥ সীমিত ওভারের ক্রিকেটকে আরও কম সময়ের মধ্য নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে ইংল্যান্ডের টেলিভিশন নেটওয়ার্কগুলো। সময় বাঁচাতে ঘরোয়া টি২০ ক্রিকেটে ৫ বলে ওভারের জন্য ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) প্রস্তাব দিয়েছে টেলিভিশন ব্রডকাস্টার কোম্পানিগুলো। আড়াই ঘণ্টার মধ্যে টি২০ ম্যাচ শেষ করার প্রস্তুাব ইসিবিকে দেয়া হয়েছে। ৫ বলে ওভারের সঙ্গে বোলিং প্রান্ত নিয়েও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে টেলিভিশন ব্রডকাস্টাররা। সময় বাঁচাতে এক ইনিংসে মাত্র একবার বোলিং প্রান্ত পরিবর্তনের কথা বলা হয়েছে ওই প্রস্তাবনায়। ইসিবিকে দেয়া অভিনব এসব প্রস্তাবে ইংল্যান্ডের ঘরোয়া টি২০ প্রতিযোগিতায় ২০২০ সাল থেকে এ নিয়ম চালুর কথা জানিয়েছে টেলিভিশন ব্রডকাস্টাররা। তাদের দেয়া এমন প্রস্তাবে নতুন করে চাপে পড়তে পারে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। টিভি স্বত্ব থেকে পাওয়া বড় অঙ্কের আয় বাঁচাতে বিবিসিসহ অন্য টেলিভিশন নেটওয়ার্কের এমন প্রস্তাব বিবেচনা করতে পারে ইসিবি।
×