ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাথলেটিক্স দল ইংল্যান্ড গেল

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

এ্যাথলেটিক্স দল ইংল্যান্ড গেল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১-৪ মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য আইএএএফ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্য দুই সদস্যের বাংলাদেশ এ্যাথলেটিক্স দল মঙ্গলবার রাতে বিমানযোগে ঢাকা ত্যাগ করেন। এরা হলেন : শাহ আলম (টিম ম্যানেজার, সহ-সভাপতি, বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন) এবং আব্দুর রউফ (ইভেন্ট : ৬০ মিটার, বাংলাদেশ নৌবাহিনী)। নেপোলির বড় জয় সিরি’এ লীগে স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে বড় জয় পেয়েছে নেপোলি। সোমবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ক্যাগলিয়ারিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাব। এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে নেপোলি। এ নিয়ে লীগে টানা দশম জয় পেয়েছে দলটি। এই জয়ে ২৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। এক ম্যাচ কমে ৬৫ পয়েন্টে একধাপ নিচে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। জুভদের পয়েন্ট ৬৫। দারুণ ম্যাচটি জিতে শিরোপা জয়ের স্বপ্ন আরও ঘনীভূত করেছে নেপোলি। চলতি আসরের শিরোপা জিতলে ২৮ বছর পর আবারও শিরোপা জয়ের স্বাদ পাবে তারা। সর্বশেষ ১৯৯০ সালে নেপোলিকে শিরোপা জিতিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল গ্রেট দিয়াগো ম্যারাডোনা। ক্যাগলিয়ারের মাঠে নেপোলির হয়ে গোল করেন জোসে ক্যালিয়ন, ড্রাইচ মার্টেনস, মারেক হামসিক, লরেঞ্জো ইনসিনে ও সিলভা ডুরাতে। গোলগুলো হয় যথাক্রমে ম্যাচের ২৯, ৪২, ৬১, ৭২ ও ৯০ মিনিটে।
×