ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৮ ঘণ্টার ব্যবধানে কলেজছাত্রী ও যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৮

৮ ঘণ্টার ব্যবধানে কলেজছাত্রী ও যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মাত্র ৮ ঘণ্টা ব্যবধানের এক কলেজছাত্রী ও যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, একজনকে বিমানবন্দর রেলওয়ে পার্কিং থেকে লাগেজ ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্যজনকে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে। রবিবার ভোরের দিকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় রেললাইনের গাড়ির পার্কিং এলাকা থেকে কালো লাগেজ ভর্তি আঁখি আকতার (১৬) নামে শিক্ষার্থীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। সে পল্লবীর শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন বিমানবন্দর রেলস্টেশনের পার্কিয়ে একটি কালো রঙে লাগেজ ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ খুলে অজ্ঞাত (১৬) তরুণীর হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোন জায়গায় কে বা কারা ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ গুমের উদ্দেশে লাগেজে ভরে এখানে ফেলে যাওয়া হয়েছে। পরে সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছিল। ওসি ইয়াসিন ফারুক জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে ওই তরুণীকে মর্গে পাঠানো হয়েছে। পরে বিকেলে তার মামা-মামি ঢামেক মর্গে এসে তার লাশ শনাক্ত করেন। বিকেলে মর্গে নিহতের মামা নুরুল ইসলাম ও মামি লাকি বেগম জানান, আঁখি বাবা আরিফ হোসেন ও মা হাসনা হেনা মরিশাস প্রবাসী। তাই আঁখি তাদের সঙ্গে পল্লবী থানাধীন ১২ নম্বর সেকশনের ই ব্লকের ৩৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাসায় থাকতো। তার গ্রামের বাড়ি ফরিদপুরে। এক ভাই-এক বোনের মধ্যে আঁখি ছিল বড়। সে পল্লবীর শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের মামি লাকি বেগম জানান, শনিবার বেলা ১১টায় আঁখি কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়। রাতে বাসায় ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। ফোনেও পাওয়া যাচ্ছিল না তাকে। পরে রাতেই পল্লবী থানায় সাধারণ ডায়েরি করা হয়। খোঁজাখুঁজি করতে করতেই বিকেলে ঢামেক মর্গে গিয়ে আঁখির লাশ শনাক্ত করি। পুলিশ জানায়, প্রেমঘটিত অথবা পূর্ব শত্রুতার জের ধরে আঁখিকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হতে পারে।
×