ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মইন আলির

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মইন আলির

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে ০-৪ হারের পরে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ মইন আলির। ইংল্যান্ডের এই অলরাউন্ডার মনে করেন যে, টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। যদিও এ মরসুমের অ্যাশেজে পাঁচটি টেস্ট মিলিয়ে প্রায় ৮ লক্ষ ৬৫ হাজার দর্শক হয়েছে যা ১৯৩৭ সালের পরে এই প্রথম বার। তবুও ইংল্যান্ডের অফস্পিনারের বক্তব্য, ‘‘এ বারের অ্যাশেজে খুবই কম দর্শক হয়েছে। তাই টেস্টের ভবিষ্যৎ নিয়ে আমার উদ্বেগ দিন দিন বাড়ছে।’’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলে রয়েছেন তিনি। অগস্টে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ইংল্যান্ডের। তার আগেই টেস্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করার কারণ জানতে চাইলে মইন বলেছেন, ‘‘অ্যাশেজ দেখতে যত দর্শক আসা উচিত ছিল, তার থেকে অনেক কম দর্শক দেখা গিয়েছে। অথচ এই ফর্ম্যাটেই বিশ্বের সেরা ক্রিকেটারেরা খেলে। অনেক দিন ধরেই এই চিন্তা করেছি। শেষে অস্ট্রেলিয়া আমাকে আরও হতাশ করেছে।’’ টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করে তোলার জন্য বেশ কিছু সংস্কারের কথা ভাবা হয়েছে। যে রকম চার দিনের টেস্ট ম্যাচ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও পিঙ্ক-বল ক্রিকেট। দিন-রাতের অ্যাশেজ টেস্ট ম্যাচে প্রায় দু’লক্ষ দর্শক মাঠে এসেছিলেন। তবে মইনের মতে এর মধ্যে একটাও ক্রিকেটের উন্নতির জন্য কার্যকর নয়। তিনি বলেছেন, ‘‘শুরু থেকেই আমি চার-দিনের টেস্ট ম্যাচের বিরুদ্ধে। আমার কাছে টেস্ট মানেই পাঁচ দিনের। তবে যুগের সঙ্গে তাল মিলিয়েই তো আমাদের চলতে হয়।’’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘পিঙ্ক-বল টেস্ট ম্যাচেরও আমি বিরুদ্ধে। তবে এ ধরনের ফর্ম্যাট যদি দর্শককে আকর্ষিত করতে পারে তা হলে আমার কোনও অসুবিধে নেই।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×