ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রণোদনা ॥ আগ্রহী হচ্ছে কৃষক

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

প্রণোদনা ॥ আগ্রহী হচ্ছে কৃষক

স্টাফ রিপোর্টার, বগুড়া ॥ হারিয়ে যাওয়া আউশ ধান ফিরে আসছে। চলতি মৌসুমে কৃষকদের আউশ আবাদে উদ্বুদ্ধ করতে প্রণোদনা দেয়া হবে। বোরো আবাদের পর জমি ফেলে না রেখে কৃষক যাতে আউশ চাষ করতে পারে সেই ব্যবস্থা নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, বগুড়ায় এবারের আউশ মৌসুমে ২২ হাজার ৭শ’ ২০ হেক্টর জমি টার্গেট করা হয়েছে। এই পরিমাণ জমি থেকে ৫০ হাজার মে.টনেরও বেশি আউশ চাল উৎপাদনের আশা করা হয়েছে। সরকার দেশের সকল এলাকার কৃষককে আউশ চাষের জন্য বিনামূল্যে বীজ সার বিতরণ করবে।
×